ট্রেনের টিকিট কাটুন বাড়িতে বসে
বাঙালি মানেই ভ্রমণ প্রেমী । আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করি। বেশিরভাগ ক্ষেত্রে ভ্রমণ করার জন্য আমরা ট্রেনকেই পছন্দ করি। তবে ট্রেনে করে ভ্রমণ করতে গেলে দরকার পড়বে ট্রেনের একটি কনফার্ম টিকিট । এই কনফার্ম টিকিট পেতে গেলে হয় আপনাকে রেলের বুকিং কাউন্টার থেকে টিকিট বুক করতে হবে নয়তো বিভিন্ন অনলাইনে দোকান অথবা সাইবার ক্যাফেতে গিয়ে বুকিং করতে হবে । এছাড়া বাড়িতে বসেও ট্রেনের কনফার্ম টিকিট বুকিং করা যায়। কিন্তু অনেকে জানেন না বাড়িতে থেকে ট্রেনের কনফার্ম টিকিট কিভাবে বুক করতে হয়।
ট্রেনের টিকিট বুক করতে গেলে আপনার কাছে থাকতে হবে ট্রেনের একটি পার্সোনাল আইডি । এই পার্সোনাল আইডির সাহায্যে ট্রেনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে খুব সহজেই ট্রেনের টিকিট বুকিং করা যায়।
কিভাবে ট্রেনের পার্সোনাল আইডি পাওয়া যায় ?
বাড়িতে বসে নিজের থেকে ট্রেনের টিকিট বুকিং করার জন্য দরকার হয় IRCTC পার্সোনাল আইডি। এই পার্সোনাল আইডিটি সম্পূর্ণ ফ্রিতেই ৫ মিনিটের মধ্যে অনলাইন থেকে বানানো যায়। চলুন দেখে নেই কিভাবে এই পার্সোনাল আইডির জন্য রেজিস্ট্রেশন করতে হয়।
IRCTC পার্সোনাল আইডি রেজিস্ট্রেশন প্রসেস :
IRCTC পার্সোনাল আইডি বানানোর জন্য প্রথমেই আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া রয়েছে | নিচের লিংকে ক্লিক করে আপনার যাবতীয় তথ্য দিতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল উভয়ই ওটিপি এর মাধ্যমে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন।
আইআরসিটিসির পার্সোনাল আইডি থেকে মাসে মোট ১২টি টিকিট বুকিং করা যায়। আপনার যদি আরও বেশি টিকিট বুকিং করতে হয় তাহলে আপনার আইডিটি আধারের সাথে লিঙ্ক করতে হবে। একবার আপনার আইডিটি আধারের সাথে লিংক হয়ে গেলে আপনি সেই আইডি থেকে মাসে ২৪ টি টিকিট বুকিং করতে পারবেন। মনে রাখবেন আইআরসিটিসির পার্সোনাল আইডি শুধুমাত্র পার্সোনাল ব্যবহার করার জন্য অর্থাৎ এই আইডি ব্যবহার করে শুধুমাত্র আপনি আপনার নিজের টিকিট এবং আপনার পরিবারের টিকিট বুকিং করতে পারবেন। এছাড়া এই আইডি থেকে কোন রকম ভাবেই ব্যবসা করা যাবে না।
Irctc এর পার্সোনাল আইডি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এবং সেখান থেকে কিভাবে টিকিট বুকিং করতে হয় তার জন্য আমরা একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি সেই ভিডিওর লিংক নিচে দেয়া হল আপনারা চাইলে একবার ভিডিওটি দেখে নিতে পারেন।