পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই SIR (Social Identification Report) প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জেলার BLO–রা বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম বিতরণ করছেন এবং অনেকেই সেই ফর্ম পূরণ করে BLO-দের কাছে আবার জমা দিচ্ছেন। কিন্তু এই SIR ফর্ম ফিলাপকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটি বড় বিভ্রান্তি দেখা দিয়েছে—ফর্মটি বাংলায় ভরতে হবে নাকি ইংরেজিতে?
